কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৮): শিশু ও পাগলের সম্পদে কি যাকাত ওয়াজিব হবে?

উত্তর : তাদের সম্পদে যাকাত আবশ্যক। কেননা যাকাত সম্পদের অধিকার। মালিক কে তা বিবেচ্য নয়। আল্লাহ বলেন, ‘আপনি তাদের সম্পদ থেকে ছাদাকা গ্রহণ করুন। এর দ্বারা আপনি তাদেরকে পবিত্র করবেন এবং পরিশোধিত করবেন। আর আপনি তাদের জন্য দু‘আ করুন। আপনার দু‘আ তো তাদের জন্য প্রশান্তিকর। আর আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ’ (আত-তাওবাহ, ৯/১০৩)। এখানে আবশ্যকতার নির্দেশ সম্পদে করা হয়েছে, ব্যক্তির দিকে নয়। তাছাড়া মুআয ইবনু জাবাল রযিয়াল্লাহু আনহু-কে নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামান প্রেরণ করে বলেছিলেন, ‘তাদেরকে জানিয়ে দিবে আল্লাহ তাদের সম্পদে যাকাত ফরয করেছেন। ধনীদের থেকে যাকাত গ্রহণ করে তাদের মধ্যে অভাবীদের মাঝে বিতরণ করা হবে’ (ছহীহ বুখারী, হা/১৩৯৫)। অতএব, এর ভিত্তিতে নাবালেগ ও পাগলের সম্পদে যাকাত আবশ্যক হবে। তাদের অভিভাবক হিসাবে যারা এসব সম্পদের দায়িত্ব পালন করে তারাই যাকাত বের করবেন (শারহুল মুমতে, ৬/২২)।

প্রশ্নকারী : জাহিদুর রহমান

ঢাকা।


Magazine