উত্তর: প্রথমত, সব ওয়াক্তের ক্ষেত্রে এমন হয় না। শুধুমাত্র ফজর ও আছরের ছালাতের ক্ষেত্রে সাধারণত এমন হয়ে থাকে। সেক্ষেত্রে যে ওয়াক্তে সময়মতো আদায় করা হবে না সেই ওয়াক্ত ব্যতীত বাকি ওয়াক্তে মসজিদে গিয়ে পড়াই উচিত। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে প্রশ্ন করা হলো, কোন কাজটি সর্বোত্তম? তিনি বললেন, ‘আউয়াল ওয়াক্তে ছালাত আদায় করা’ (তিরমিযী, হা/১৭০)। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবূ যার রাযিয়াল্লাহু আনহু-কে বলেছিলেন, ‘হে আবূ যার! আমার পরে অচিরেই এমন আমীর বা শাসকদের আবির্ভাব ঘটবে যারা একেবারে শেষ ওয়াক্তে ছালাত আদায় করবে। এরূপ হলে তুমি কিন্তু সময়মতো (ছালাতের উত্তম সময়ে) ছালাত আদায় করে নিবে। পরে যদি তুমি তাদের সাথে ছালাত আদায় কর, তাহলে তা তোমার জন্য নফল হিসেবে গণ্য হবে। আর যদি তা না হয়, তাহলে তুমি অন্তত তোমার ছালাত রক্ষা করতে সক্ষম হলে’ (ছহীহ মুসলিম, হা/১৩৫২)।
প্রশ্নকারী : আকিমুল ইসলাম
জোতপাড়া, ঠাকুরগাঁও।