কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৩) : কুরআন মাজীদ পুরাতন ও পড়ার অনুপোযোগী হলে করণীয় কী?

উত্তর : প্রথমত, কুরআন মাজীদের পুরাতন কপিটা পড়ার উপযোগী করতে চেষ্টা করতে হবে। যদি সম্ভব হয়, তাহলে সেই কপি দিয়ে উপকৃত হবে। আর যদি কোনোভাবেই সম্ভব না হয়, তাহলে এমন কপি পুড়িয়ে ফেলতে হবে। কেননা মূল কুরায়শী ভাষা আরবীতে কুরআন নাযিল হয়েছিল। পরে অন্য উপভাষাতেও কুরআন পাঠের অনুমতি দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে তাতে শব্দ ও মর্মগত বিপত্তি দেখা দিলে ৩য় খলীফা উছমান রাযিয়াল্লাহু আনহু কুরআনের মূল কুরায়শী কপি রেখে বাকী সব কপি পুড়িয়ে দেওয়ার নির্দেশ দেন। বর্তমানে কেবল সেই কুরআনই সর্বত্র পঠিত হয় (ছহীহ বুখারী, হা/৪৯৮৭-৪৯৮৮)।

প্রশ্নকারী : রাকিবুল ইসলাম

নারায়ণগঞ্জ।

Magazine