কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৮) : বিদেশী পণ্য বিশেষ করে কসমেটিক্স পণ্য যেগুলোতে আমদানী কারকের অনুমোদিত সিল নেই এমন পণ্যগুলো ক্রয় করা কি বৈধ?

উত্তরবিদেশী পণ্য হোক কিংবা দেশীয় পণ্য হোক বৈধভাবে আমদানী বা বাজার জাত করা হলে তা ক্রয়-বিক্রয় জায়েয। আর আমদানীকৃত পণ্যে যদি সিল বৈধতা এবং অবৈধতার প্রমাণ বহনকারী হয় তাহলে, সিলহীন পণ্য ক্রয়-বিক্রয় করা জায়েয নেই। কেননা তা ধোঁকার শামীল। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমাদের সাথে প্রতারণা করল সে আমাদের দলভুক্ত নয়। আর চালবাজ/ধোঁকাবাজ জাহান্নামে যাবে (ছহীহ ইবনু হিব্বান, হা/৫৬৭; ছহীহুল জামে‘, হা/৬৪০৮)।

প্রশ্নকারী : সিয়াম

আক্কেলপুর, জয়পুরহাট।

 

Magazine