কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৮) : সবসময় টাখনুর উপরে প্যান্ট গুটিয়ে পরার অভ্যাস হেতু ছালাতের সময়ও যদি তা গুটানো থাকে তাহলে কি কোনো সমস্যা আছে?

উত্তর : ছালাতের সময় কাপড় গুটিয়ে রাখা যাবে না। আব্দুল্লাহ ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আমাকে সাত অঙ্গের ভরে সিজদা করার আদেশ দেওয়া হয়েছে। এ কথা বলে তিনি নাক, দুই হাত, দুই হাঁটু ও পায়ের দুই পাতার দিকে ইশারা করলেন। আর কাপড় ও চুল গুটিয়ে না রাখার আদেশ দেওয়া হয়েছে’ (ছহীহ বুখারী, হা/৮১২; ছহীহ মুসলিম, হা/৪৯০; মিশকাত, হা/৮৮৭)। ছালাতের মধ্যে যেহেতু কাপড় গুটিয়ে রাখা যায় না, তাই ছালাতের বাইরেও কাপড় গুটিয়ে না পরার চেষ্টা করতে হবে। কারণ ছালাতের বাইরে গুটিয়ে পরলে ছালাতের সময় গুটানো ছাড়া কোনো পথ থাকে না।

প্রশ্নকারী : আব্দুর রহমান সাকিব

কুমারখালী, কুষ্টিয়া।


Magazine