উত্তর: ঋণ (ধার) আদায় করা জরুরী। যদি পাওনাদার বেঁচে থাকে, তবে তাকে খুঁজে বের করে ফেরত দিতে হবে। যদি মারা যান, তবে তার ওয়ারিছকে দিতে হবে। আর যদি কাউকে খুঁজে পাওয়াই অসম্ভব হয়, তবে তার পক্ষ থেকে ছাদাকা করে দিতে হবে এই নিয়্যতে যে, এটাই তার হক্ব আদায়ের মাধ্যম হোক। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘ঈমানদারের আত্মা তার ঋণের কারণে আটকে থাকে, যতক্ষণ না তার পক্ষ থেকে ঋণ পরিশোধ করা হয়’ (তিরমিযী, হা/১০৭৮)।
জাকারিয়া বিন মোবারক
হলদিঘর, শাহজাদপুর, সিরাজগঞ্জ।