উত্তর: যেসকল বস্তুতে হারামের সংমিশ্রণ থাকে না এবং সেগুলোর হারাম হওয়ার পক্ষে শরীআতের কোনো দলীল নেই, সেগুলো মৌলিকভাবে হালাল। কারণ হারাম বস্তুর বিবরণ মহান আল্লাহ সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন (আল-আনআম, ৬/১১৯)। প্রশ্নে উল্লিখিত পণ্যগুলো মৌলিকভাবে হালাল এবং তার মধ্যে হারাম কোনো বস্তু নেই। তবে সেগুলো খাওয়া স্বাস্থ্যকর কি-না, সেটা ভিন্ন বিষয়। তাই সেগুলো ক্রয়-বিক্রয়ে শারঈ কোনো বাধা নেই।
প্রশ্নকারী : লুতফাতুল ইসলাম
মনোহরগঞ্জ, কুমিল্লা।