কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৯): এভারেস্ট বা অন্য কোনো দুর্গম ও ঝুঁকিপূর্ণ স্থান জয়ের চেষ্টা করতে গিয়ে কেউ মারা গেলে, তা কি আত্মহত্যা বা পাপ হিসেবে গণ্য হবে?

উত্তর: যদি কেউ অতিরিক্ত ঝুঁকি জেনেশুনে অকারণে বা অহংকার প্রদর্শন করে কোনো দুর্গম ও ঝুঁকিপূর্ণ স্থান জয় করার চেষ্টা করতে গিয়ে মারা যায়, তাহলে তা আত্মহত্যার শামিল। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মাঝে বলেন, ‘আর তোমরা স্বহস্তে নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ো না। আর তোমরা ইহসান করো, নিশ্চয় আল্লাহ মুহসিনদের ভালোবাসেন’ (আল-বাকারা, ২/ ১৯৫)। আর কেউ যদি কোনো বৈধ লক্ষ্যে (যেমন- উদ্ধার অভিযান, বৈজ্ঞানিক কাজে আরোহণ, গবেষণা ইত্যাদি) আরোহণ করতে গিয়ে দুর্ঘটনাক্রমে পড়ে মারা যায়, তাহলে তা আত্মহত্যার শামিল হবে না।

প্রশ্নকারী : মো. আব্দুর রহমান

শাজাহানপুর, বগুড়া।


Magazine