কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৭) : যেই ব্যক্তি মহিলাদের পোশাক পরিধান করে, ইসলামে তার বিধান কী?

উত্তর : পুরুষদের জন্য নারীদের পোশাক পরিধান করা এবং নারীদের জন্য পুরুষদের পোশাক পরিধান করা ইসলামে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। যেসব পুরুষেরা মহিলাদের পোশাক পরিধান করে তাদেরকে এবং যেসব মহিলারা পুরুষদের পোশাক পরিধান করে তাদেরকে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা‘নত করেছেন (আবূ দাঊদ, হা/৪০৯৮)। আবার এগুলো বিজাতীয় কুসংস্কার মাত্র। আর এই সম্পর্কে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করে, সে তাদের দলভুক্ত বলে গণ্য হবে’ (আবূ দাঊদ, হা/৪০৩১)।

প্রশ্নকারী : আব্দুল জব্বার

কুমিল্লা


Magazine