কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৩) : শীতের দিনে আমরা শরীরে লোশন ব্যবহার করে থাকি। অনেকেই বলে থাকেন লোশনে শুকরের তেল ব্যবহার করা হয়। অযূ করে লোশন দেয়া অবস্থায় ছালাত হবে না। এমনকি শরীরে লোশন দিলে শরীর নাপাকি অবস্থায় থাকে। বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে চাই।

উত্তর : ইবাদত ছাড়া অন্যান্য বিষয়গুলোতে আসল হলো সেগুলো হালাল, যতক্ষণ কুরআন ও হাদীছ থেকে হারাম হওয়ার দলীল পাওয়া না যাবে। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘হালাল স্পষ্ট হারামও স্পষ্ট’ (ছহীহ বুখারী, হা/৫২)। এই লোশনগুলোর ব্যাপারে স্পষ্টভাবে জানা যায় না যে, সেগুলোতে শুকরের তেল ব্যবহার করা হয়। তাই মূলনীতি অনুযায়ী এই লোশন ব্যবহারে শরীআতে কোনো বাধা নেই। তাই ওযূ করে লোশন দিলে ছালাত হবে না কিংবা শরীর নাপাক থাকবে এগুলো সঠিক কথা নয়। তবে যদি স্পষ্টভাবে জানা থাকে যে, তাতে শুকরের তেল ব্যবহার করা হয়েছে তাহলে সেটি ব্যবহার করা হারাম হবে।

প্রশ্নকারী : হাসিন রায়হান আকাশ, বগুড়া।



Magazine