উত্তর : ইসমাঈল আলাইহিস সালাম-কে যবেহ করার সময় তার চোখ, মুখ বাঁধা হয়েছিল, হাত-পা বাঁধা হয়েছিল, গলায় ছুরি চালানোর সময় গলায় লোহার স্পাত রাখা হয়েছিল এসব কথার কোনো ছহীহ ভিত্তি নেই। তবে যবেহের সময় ইসমাঈল আলাইহিস সালাম সাদা কাপড় পরিহিত ছিলেন এবং পিতাকে কাপড় খুলে ফেলতে বলেন যাতে তা কাফন হিসাবে ব্যবহার করতে পারে (মুসনাদে আহমাদ, হা/২৭০৭)।
প্রশ্নকারী : সাঈদুর রহমান
সিংড়া, নাটোর।