কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৭) : জনৈক বিধবা মহিলা ১,৯০,০০০/= (এক লক্ষ নব্বই হাজার) টাকা তিন বছর মেয়াদে পোস্ট অফিসে জমা রেখেছে এবং ১০০০/= (এক হাজার) টাকা মাসিক মুনাফা হিসাবে ২,০০,০০০/= (দুই লক্ষ) টাকা ইসলামী ব্যাংকে জমা রেখেছে এবং দেড় বিঘার মতো মাঠের আবাদি জমি আছে। এই সমস্ত আয় হতে সে কোনো রকম তার সংসার চালিয়ে নিচ্ছে। এখন তার উপর যাকাত দেওয়া ফরয হবে কি-না? যদি ফরয হয় তবে তার পরিমাণ কতটুকু?

উত্তর : প্রথমত, ব্যাংক থেকে প্রাপ্ত সূদ সুস্পষ্ট হারাম। ফিক্সড ডিপোজিট করা সুস্পষ্ট হারাম। কারণ আল্লাহ সূদকে হারাম করেছেন (আল বাকারা, ২/২৭৫)। তাই উক্ত টাকা ব্যাংক থেকে তুলে উৎপাদনমূখী কোনো কাজে লাগাতে হবে। প্রয়োজনে বিশ্বস্ত কোনো লোকের সহযোগিতা নিবে। দ্বিতীয়ত, সাড়ে বায়ান্নো ভরি রৌপ্য কিংবা সাড়ে সাত ভরি স্বর্ণের মূল্য সমপরিমাণ টাকা হলে তাতে যাকাত ফরয হয় (আবূ দাঊদ, হা/১৫৭৩)। যেহেতু রৌপ্যের মূল্য বিবেচনায় তার টাকা নিছাব পরিমাণ হয়ে গেছে, তাই তাতে শতকরা আড়াই টাকা তথা এক লক্ষে আড়াই হাজার টাকা হারে যাকাত দিতে হবে (আবূ দাঊদ, হা/১৫৭৩)। আর আবাদি জমির ক্ষেত্রে ফসলের ওশর দিতে হবে।

প্রশ্নকারী : মিজান

গাংনী, মেহেরপুর।


Magazine