উত্তর: কল্যাণের স্বার্থে স্বামী স্ত্রীর সাথে মিথ্যা বলতে পারে। উম্মু কুলছূম বিনতু উকবা রাযিয়াল্লাহু আনহা সূত্রে বর্ণিত, তিনি বলেন, শুধু তিনটি ক্ষেত্র ব্যতীত অন্য কোথাও মিথ্যা বলার অনুমতি দিতে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে আমি শুনিনি। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি সম্পর্ক স্থাপনের জন্য যেসব কথা বলে থাকে সে কারণে তাকে আমি মিথ্যাবাদী মনে করি না, অনুরূপভাবে যুদ্ধের সময় কৌশল হিসেবে যেসব কথা বলা হয় এবং স্বামী স্ত্রীকে যা বলে আর স্ত্রী স্বামীকে যা বলে’ (আবূ দাঊদ, হা/৪৯২১)। তবে স্ত্রীর কাছে মিথ্যা না বলাই ভালো। কেননা স্বামী-স্ত্রীর বিষয়গুলো একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। পরবর্তীতে স্ত্রী জানতে পারলে ঝগড়া-দ্বন্দ্ব হতে পারে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘তোমরা মিথ্যা বলা থেকে বিরত থাকো! কেননা মিথ্যা পাপের দিকে পথপ্রদর্শন করে আর পাপ নিশ্চিত জাহান্নামের দিকে পরিচালিত করে। কোনো ব্যক্তি সর্বদা মিথ্যা কথা বললে এবং মিথ্যার উপর অবিচল থাকার চেষ্টা করলে, অবশেষে সে আল্লাহর নিকট মিথ্যাবাদীরূপে লিপিবদ্ধ হয়’ (ছহীহ মুসলিম, হা/৬৪০১)।
প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক।