কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩০) : ছিয়াম অবস্থায় দিনের বেলা স্বপ্নদোষ হলে ছিয়াম ভঙ্গ হবে কি?

উত্তর: ছিয়াম অবস্থায় দিনের বেলায় স্বপ্নদোষ হলে ছিয়াম ভঙ্গ হবে না। কেননা যে সকল কারণে ছিয়াম ভঙ্গ হয় স্বপ্নদোষ তার অন্তর্ভুক্ত নয়। তাছাড়া এটি মানুষের সাধ্যের বাইরে অনিচ্ছায় হয়ে থাকে। মহান আল্লাহ বলেন, ‘আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কোনো কাজের ভার দেন না’ (আল-বাক্বারা, ২/২৮৬)। আয়েশা রযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রামাযান মাসে অপবিত্র অবস্থায় রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ফজর হয়ে যেতো। অথচ সে অপবিত্রতা স্বপ্নদোষের কারণে ছিল না। অতঃপর তিনি গোসল করতেন ও ছিয়াম রাখতেন (ছহীহ বুখারী, হা/১৯৩০; ছহীহ মুসলিম, হা/১১০৯)।

প্রশ্নকারী : মামুন হোসেন

ঢাকা।


Magazine