উত্তর: যেকোনো পানাহার বসে করাই সুন্নাত। আনাস রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো লোককে দণ্ডায়মান হয়ে পান করতে নিষেধ করেছেন। কাতাদা বলেন, আমরা বললাম, তবে খাবারের ব্যাপারে (আদেশ কী)? তিনি বললেন, ‘সেটা তো আরো নিকৃষ্ট, আরো জঘন্য’ (ছহীহ মুসলিম, হা/৫১৭০)। তাই বসার ব্যবস্থা করা উচিত। তবে কাস্টমার দাঁড়িয়ে খাওয়াতে ব্যবসা হারাম বা কোনো পাপ হবে না। কেননা প্রয়োজনে দাঁড়িয়ে খাওয়া যায়। ইবনু উমার রাযিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুগে হাঁটা অবস্থায় আহার করেছি এবং দাঁড়ানো অবস্থায় পান করেছি (ইবনু মাজাহ, হা/৩৩০১)।
প্রশ্নকারী : মো. লুলু
নীলফামারী।