উত্তর : মৃত ব্যক্তির নামে মসজিদসহ যেকোন সঠিক আক্বীদার প্রতিষ্ঠানে বা অসহায় পুরুষ-নারীকে ছাদাক্বা করলে সে তার প্রতিদান পাবে। আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, জনৈক ব্যক্তি রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলল, হে আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আমার পিতা মারা গেছেন এবং সম্পদ রেখে গেছেন। কিন্তু তিনি অছিয়ত করে যাননি। এগুলো যদি তার জন্য ছাদাক্বা করা হয় তাহলে কি তার গুনাহ মাফ হবে? রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ (ছহীহ মুসলিম, হা/১৬৩০; ইবনু মাজাহ, হা/২৭১৬; )। আয়েশা রাযিয়াল্লাহু আনহা বলেন, একদা একজন লোক এসে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলল, হে আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আমার মা হঠাৎ মৃত্যুবরণ করেছেন। কিন্তু কোন অছিয়ত করে যাননি। আমার ধারণা তিনি কথা বলতে পারলে ছাদাক্বা করতেন। এখন আমি তার পক্ষ থেকে ছাদাক্বা করলে তিনি নেকী পাবেন কি? রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ (ছহীহ বুখারী, হা/১৩৮৮; ছহীহ মুসলিম, হা/১০০৪; মিশকাত, হা/১৯৫০)।
উল্লেখ্য যে, মৃত ব্যক্তির নামে মসজিদের মুছল্লীদেরকে খাওয়ানো ঠিক নয়। কারণ সেখানে ধনী-গরীব সর্বপ্রকার মানুষ থাকে। আর ধনীদের জন্য ছাদাক্বা খাওয়া ঠিক নয়। বরং মসজিদের উন্নয়নকল্পে দান করা উচিত।
রশিদুল ইসলাম
খানসামা, দিনাজপুর।