উত্তর : এই সম্পদের যাকাত দিতে হবে। কেননা ৫ লক্ষ টাকার মালিক যদি তিনজনেই হয়, তাহলে প্রত্যেককেই যাকাত দিতে হবে। যাকাতের ব্যাপারে স্বর্ণ ও রূপার হিসাব করা হয়। স্বর্ণের হিসেবে ৫ লক্ষ আর রৌপ্যের হিসেবে প্রায় ৭০ হাজার টাকা হলেই তাতে যাকাত দিতে হবে। বর্তমান বাজারে ২০০ দিরহাম সমান প্রায় ৭০ হাজার টাকা আর ৭.৫ ভরি স্বর্ণ সমান প্রায় ৫ লক্ষ টাকা।
প্রশ্নকারী : শহীদুল ইসলাম
প্রবাসী, আল-মক্কা আল-মুকাররামা।