কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৪): সন্দেহপূর্ণ কাজ করা যাবে কি?

উত্তর: যাবে না। কেননা সন্দেহপূর্ণ কাজ হারামের অন্তর্ভুক্ত। মহান আল্লাহ বলেন, ‘এই সত্য তোমার প্রতিপালকের নিকট হতে সমাগত। সুতরাং তুমি সংশয়ীদের অন্তর্ভুক্ত হয়ো না’ (আল-বাকারা, ২/১৪৭)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি সন্দেহযুক্ত বিষয়গুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, সে তার দ্বীন ও সম্মানকে রক্ষা করে। আর যে সন্দেহযুক্ত বিষয়ে লিপ্ত হয়, সে হারামেই পতিত হবে’ (ছহীহ বুখারী, হা/৫২)।

প্রশ্নকারী : ছানোয়ারা

পুঠিয়া, রাজশাহী।

Magazine