কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৬) : যদি কেউ মৃত ব্যক্তির নামে দান করে তাহলে কি শুধু মৃত ব্যক্তিই উপকৃত হবে, না-কি যে দান করছে সেও উপকৃত হবে? আর সম্পর্কে কেউ না এমন মৃত ব্যক্তিরজন্য দান করলে কি মৃত ব্যক্তির কোনো উপকারে আসবে?

উত্তর: জী; যে দান করেছে এবং যার জন্য দান করা হয়েছে উভয়ই উপকৃত হবে। আবু হুরায়রা (রা) হতে বর্ণিত, এক ব্যক্তি নবী কারীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এসে বলল, আমার পিতা ওছীয়ত না করেই অনেক সম্পদ রেখে মৃত্যুবরণ করেছেন। অতএব আমি যদি এখন তার পক্ষ হতে দানকরী তাহলে কি তার উপকার হবে? তিনি উত্তরে বললেন, হ্যাঁ’ (ছহীহ মুসলিম, হা/১৬৩০; নাসাঈ, হা/৩৬৫২; ইবনু মাজাহ, হা/২৮২০)। ইমাম নববী রহিমাহুল্লাহ অত্র হাদীছ দ্বারাই দানের মাধ্যমে মৃত ব্যক্তির উপকার হওয়া এবং দানকারীর উপকার হওয়ার বিষয়টি সাব্যস্ত করেছেন। যে ব্যাপারে সকল আলেমরাই ঐক্যমত হয়েছেন (শারহুন নববী লি ছহীহ মুসলিম, ৪/১৬৭; ইসলাম ওয়ায়িব, ফতওয়া নং- ৫২৮৯৭)। আর সর্ম্পকে কেউ না এমন ব্যক্তির পক্ষ হতেও যদি দান করা হয় তবুও মৃত ব্যক্তি উপকৃত হবে। সালামা ইবনু আক্বওয়া রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা একদা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকটে বসা ছিলাম, এমন সময় একটি জানাযা নিয়ে আসা হলো এবং বলা হলো, হে আল্লাহর রাসূল! আপনি তার জানাযার ছালাত আদায় করুন। তিনি বললেন, সে কি কোনো কিছু রেখে গিয়েছে? তারা বলল, না…। তিনি বললেন, তার উপর কি কোনো ঋণ রয়েছে? তারা বলল, ‍তিন দিনার। তিনি বললেন, তোমরা তোমাদের সাথীর উপর জানাযা পড়! তখন আবূ ক্বাতাদা রযিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল! আপনি তার জানাযা পড়ুন, তার ঋনের দায়িত্ব আমার উপর...। তখন তিনি তার জানাযার ছালাত পড়লেন (ছহীহ বুখারী, হা/২২৮৯; মুসনাদে আহমাদ, হা/১৬৫৭৫)।

প্রশ্নকারী : সিয়াম

আক্কেলপুর, জয়পুরহাট।

Magazine