কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪০) : ইসলামে কুকুর পালন করা কি জায়েয?

উত্তর : তিনটি ক্ষেত্র ব্যতীত কুকুর পালন করা হারাম। উক্ত তিনটি ক্ষেত্র হলো, ১. গবাদি পশু পাহারা দেওয়ার জন্য, ২. ক্ষেত-খামার দেখাশুনার জন্য ৩. এবং শিকারের জন্য। আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি গৃহপালিত পশুর রক্ষক কুকুর অথবা শিকারী কুকুর অথবা কৃষি কাজের কুকুর ব্যতীত অন্য কোনো কুকুর পালন করবে তার আমল থেকে প্রতিদিন এক ক্বীরাত নেকী কমে যায়’। অপর বর্ণনায় আছে, ‘দুই ক্বীরাত নেকী কমে যায়’ (ছহীহ মুসলিম, হা/১৫৭৫; নাসাঈ, হা/৪২৯১)।

প্রশ্নকারী : হাসানুজ্জামান

নওগাঁ।

Magazine