উত্তর : আইয়ূব আলাইহিস সালাম-এর স্ত্রীকে প্রহার করার ব্যাপারে পবিত্র কুরআনে মহান আল্লাহ বলেন, ‘(আমি তাকে আদেশ করলাম) এক মুষ্টি তৃণ নাও এবং তা দ্বারা আঘাত কর ও শপথ ভঙ্গ কর না। আমি তাকে পেলাম ধৈর্যশীল। কত উত্তম বান্দা সে! সে ছিল (আমার) অভিমুখী’ (ছোয়াদ, ৪৪)। অত্র আয়াত কিংবা কোন ছহীহ হাদীছ থেকে আইয়ূব আলাইহিস সালাম-এর স্ত্রীকে প্রহার করতে চাওয়ার কারণ সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায় না। তবে তাফসীরে ইবনু কাছীর ও তাফসীরে জালালাইনে তাঁর স্ত্রীকে প্রহার করার তিনটি কারণ উল্লেখ করা হয়েছে, যার কোন ছহীহ সূত্র নাই (তাফসীরে ইবনু কাছীর, ৬/৪৮, ৪৯ পৃঃ; তাফসীর জালালাইন, পৃঃ ৩৮৬)। সুতরাং কোন দুর্বল সূত্রের ভিত্তিতে নবীগণের উপরে কোনকিছু বলা যাবে না। বরং আল্লাহ যেমন অস্পষ্ট রেখেছেন, তেমন অস্পষ্ট রাখাই উচিত।
-নির্দিষ্ট লাইব্রেরী এন্ড রিসার্চ সেন্টার
চাঁপাইনবাবগঞ্জ।