উত্তর: ইকামতের জবাব দিতে হবে। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘সে (মুয়াযযিন) যা বলে তোমরা তাই বলো’ (ছহীহ মুসলিম, হা/৩৮৪)। এখানে আযান বা ইকামত বলে পার্থক্য করা হয়নি। আবার রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘প্রত্যেক দুই আযানের মধ্যবর্তী সময়ে ছালাত রয়েছে’ (ছহীহ বুখারী, হা/৬২৭)। এখানে দুই আযান দ্বারা উদ্দেশ্য হলো আযান ও ইকামত। আর ইকামতে ‘আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ’ বলার সময় ‘ছাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম’ নয় বরং ‘আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ’ বলতে হবে। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াযযিনের কথারই পুনরাবৃত্তি করতে বলেছেন (ছহীহ মুসলিম, হা/৩৮৪)।
প্রশ্নকারী : মো. তাহেনুর রহমান
নয়নপুর, দিনাজপুর সদর।