উত্তর: একই মাঠে একই ইমাম দিয়ে একাধিক বার ঈদের ছালাত আদায় করালে সুন্নাত বিরোধী হবে। কেননা ঈদের ছালাতের নির্ধারিত সময় হলো, সূর্য উঠার পরপরই আদায় করা। অতএব, এক ঈদের মাঠে এক ইমাম দ্বারা একবার ছালাত আদায় করাই সুন্নাতসম্মত। জনগণ বেশি হলে মাঠ প্রশস্ত করতে হবে। অন্যথায় আপসে মাঠ ভাগ করতে হবে। তবুও এক মাঠে একাধিক বার ছালাত আদায় করা থেকে বিরত থাকতে হবে।
প্রশ্নকারী : শামীম রেজা
চাঁপাই নবাবগঞ্জ।