কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৪) : জুমআর খুৎবা দেওয়ার আগে খতীবের ছবি মসজিদের গেটে লাগানো যাবে কি?

উত্তর : না, মসজিদের গেটে হোক বা অন্য যেকোনো স্থানে হোক কোথাও কোনো প্রকারের ছবি লাগানো যাবে না। কারণ যে ঘরে ছবি কিংবা কুকুর থাকে সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না (ছহীহ বুখারী, হা/৫৯৪৯; ছহীহ মুসলিম, হা/৫৬৩৬)। আয়েশা রযিয়াল্লাহু আনহা-এর গদিতে প্রাণীর ছবি থাকায় রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ না করে দরজায় দাঁড়িয়ে গিয়েছিলেন, ঘরে প্রবেশ করেননি। আর বলেছেন, ‘ছবি অঙ্কনকারীদের কিয়ামতের দিন কঠিন শাস্তি দেওয়া হবে’ (ছহীহুল বুখারী, হা/২১০৫-৫১৮১, ৫৯৬১; ছহীহ মুসলিম, হা/২১০৭)।

প্রশ্নকারী : আনোয়ারুল হক্ব

ঢাকা।


Magazine