কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৮) : ২ জনে জামা’আতে ছালাত পড়তেছে। পরবর্তীতে আমি তৃতীয় ব্যক্তি হলে আমি জামা’আতের কোথায় দাঁড়াব?

উত্তর : এ অবস্থায় ইমামের বাম পাশে দাঁড়িয়ে যেতে হবে। ইমাম যখন দেখবে তার দুই পাশে দুই জন হয়ে গেছে, তখন ইমাম তাদেরকে পিছনে ঠেলে দিবে। জাবের রযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছালাতে দাঁড়ালে আমি এসে তার বাম পাশে দাঁড়ালাম। তখন তিনি আমার হাত ধরে ঘুরিয়ে আমাকে ডান পাশে নিয়ে আসলেন। কিছুক্ষণ পরে জাব্বার ইবনু ছাখর এসে তার বাম পাশে দাঁড়াল। তখন তিনি আমাদের দুজনের হাত ধরে আমাদেরকে ঠেলে দিয়ে তার পিছনে দাঁড় করালেন’ (ছহীহ মুসলিম, হা/৩০১০; মিশকাত, হা/১১০৭)।

প্রশ্নকারী : মো: সৌরভ

কালিয়াকৈর, গাজীপুর।


Magazine