উত্তর : ব্যক্তি যদি ছালাত আদায় করা যাবে না বিশ্বাস করে ছালাত ত্যাগকারী হয় অথবা ছালাতকে অস্বীকার করে ছালাত ত্যাগকারী হয়, তাহলে এমন ব্যক্তির যবেহ করা জীব-জন্তু খাওয়া যাবে না। কেননা এমন ব্যক্তি মুরতাদ ‘ইসলাম ত্যাগকারী’। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘مَنْ تَرَكَ الصَّلَاةَ مُتَعَمِّدًا فَقَدْ كَفَرَ ‘যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ছালাত পরিত্যাগ করল যে কুফুরী করল’ (ছহীহ ইবনু হিব্বান, হা/১৪৬৩; কুবরা বায়হাক্বী, হা/৬৭৩৪)। জাবের রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, بَيْنَ الْعَبْدِ وَبَيْنَ الْكُفْرِ تَرْكُ الصَّلَاةِ ‘মু’মিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো ছালাত’ (ছহীহ মুসলিম, হা/৮২; মিশকাত, হা/৫৬৯)। আর যদি অলসতার কারণে ছালাত ত্যাগকারী হয়, তাহলে এমন ব্যক্তির যবেহ করা পশু খাওয়া যায়।
প্রশ্নকারী : আব্দুল্লাহ
রাজশাহী।