কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪) : জিন জাতিকে আগে সৃষ্টি করা হয়েছে? নাকি ফেরেশতাদেরকে? দলীল সহকারে বিস্তারিত জানাবেন।

উত্তর : জিন জাতির পূর্বে ফেরেশতাদেরকে সৃষ্টি করা হয়েছে। কেননা তারা জিন জাতির আমল নামা অবলকন করে ছিলেন। আল্লাহ তাআলা যখন মানব জাতিকে সৃষ্টি করার ইচ্ছা ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন, তখন জিন জাতির অপকর্ম এবং পৃথিবীতে তাদের বিপর্যয় সৃষ্টির অভিজ্ঞতা থেকে তারা মানব সৃষ্টি না করার মতামত ব্যক্ত করেন। মহান আল্লাহ বলেন, ‘আর যখন তোমার রব ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে পরবর্তী জাতি তথা খলিফা সৃষ্টি করতে চাই। ফেরেশতারা বল, আপনি কি এমন জাতি সৃষ্টি করবেন? যারা সেখানে বিসৃঙ্খলা সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে (আল-বাক্বারা, ৩৯)। যেহেতু ফেরেশতাদের একটি দলের কাজ হচ্ছে, জিন ও মানব জাতির আমল নামা লিখা। সুতরাং জিন ও মানব জাতির পূর্বে ফেরেশতাদের সৃষ্টি।

প্রশ্নকারী : আব্দুল কুদ্দুস

চিরিরবন্দর, দিনাজপুর।


Magazine