উত্তর : রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর শেখানো একটি দু‘আ বর্ণিত আছে, সেটি আমল করলে সাপ-বিচ্ছুর দংশন থেকে বাঁচা যাবে। আবূ হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে একজন লোক এসে বলল, আল্লাহর রাসূল! আমি গতরাতে একটি বিচ্ছুর দংশনে অনেক কষ্ট পেয়েছি। তিনি বললেন, সন্ধ্যাবেলায় তুমি যদি এই দু‘আ পড়তে। তাহলে সে তোমাকে কোনো ক্ষতি করতে পারত না। দু’আটি হল,
أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ
অর্থ : আমি আল্লাহ তাআলার পূর্ণ কালাম দ্বারা তাঁর কাছে তাঁর সৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাচ্ছি, (ছহীহ মুসলিম, হা/২৭০৯; মিশকাত, হা/২৪২৩)। তিরমিযীতে তিনবার পাঠের কথা উল্লেখ আছে (আলবানী, তিরমিযী, হা/৩৪৩৭)।
প্রশ্নকারী : মিনহাজ পারভেজ
হড়গ্ৰাম, রাজশাহী।