কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৪): কোনো মেয়ের মাসিক অবস্থায় কি তার বিয়ে দেওয়া যাবে?

উত্তর: মাসিক অবস্থাতে বিয়ে দেওয়াতে শারঈ কোনো বাধা নেই। তবে শর্ত হলো, যেন মাসিক অবস্থাতে সেই স্ত্রীর সাথে সহবাস না করে। তবে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারা বা না পারার বিষয়টি বিবেচনা করে মাসিক শেষ হলেই বিবাহ দেওয়া ভালো। কেননা আল্লাহ তাআলা বলেন, ‘আর তারা আপনাকে রজঃস্রাব (হায়েয) সম্বন্ধে জিজ্ঞেস করে। বলুন, তা অশুচি। কাজেই তোমরা রজঃস্রাবকালে স্ত্রী-সঙ্গম থেকে বিরত থাক এবং পবিত্র না হওয়া পর্যন্ত (সঙ্গমের জন্য) তাদের নিকটবর্তী হবে না। তারপর তারা যখন উত্তমরূপে পরিশুদ্ধ হবে তখন তাদের নিকট ঠিক সেভাবে গমন করবে, যেভাবে আল্লাহ তোমাদেরকে আদেশ দিয়েছেন। নিশ্চয়ই আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন এবং তাদেরকেও ভালোবাসেন যারা পবিত্র থাকে’ (আল-বাকারা, ২/২২২)।

প্রশ্নকারী : রাজু আহমেদ

কুষ্টিয়া।

Magazine