কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৯): আমার কম্পিউটারের দোকান আছে। বিদেশগমনকারীদের পক্ষ থেকে পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করি এবং ফি নিই। এর মধ্যে পুলিশকে কিছু ঘুষ দিতে হয়, বাকিটা লাভ হিসেবে রাখি। জনগণ সরাসরি গেলেও অনেক সময় ঘুষ দিতে হয়। এভাবে আয় করা অর্থ কি হালাল?

উত্তর: ঘুষের লেনদেনে অংশ নেওয়া কাবীরা গুনাহ। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আল্লাহ ঘুষদাতা ও ঘুষ গ্রহীতা উভয়কে অভিশম্পাত করেছেন’ (আবূ দাঊদ, হা/৩৫৮০)। কাজেই আপনি শুধু ক্লিয়ারেন্সের আবেদন করবেন এবং এর ফি নেবেন এটা হালাল হবে এবং গ্রাহককে তা স্পষ্ট করে দিতে হবে। কিন্তু ঘুষের কাজে অংশ নেবেন না, সেটা হারাম হবে। আল্লাহ তাআলা বলেন, ‘মন্দকর্ম ও সীমালঙ্ঘনে পরস্পরের সহযোগিতা করো না’ (আল-মায়েদা, ৫/২)। ক্লিয়ারেন্সে যদি ঘুষ দিতেই হয়, তাহলে যে আবেদন করছে এটা সে আদায় করবে, বাধ্য হয়ে ঘুষ দেওয়ায় তার গুনাহ হবে না; বরং যে ঘুষ নেবে তার গুনাহ হবে। 

প্রশ্নকারী : মাহদী ইবনে হানিফ

ফেনী।


Magazine