কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৩): ১ম বার ২০১৯ সালে তালাক দিয়েছিলাম। কিন্তু আমার স্ত্রী আমার সাথেই ছিল এবং আমরা সংসার করতাম। ২য় বার ২০২২ সালে তালাক দিই অনুরূপভাবে আমার স্ত্রী আমার সাথেই ছিল। ৩য় বার আমি মুখে বলি, তোমাকে আমি মুক্ত করে দিলাম, কোটের মাধ্যমে নোটিশ পাঠাব’। এখন কি আমার স্ত্রী হারাম হয়ে যাবে?

উত্তর: ‘আমি তোমাকে মুক্ত করে দিলাম, স্বাধীনতা দিলাম’ ইত্যাদি শব্দাবলি তালাকের শব্দ নয়। সুতরাং তা দ্বারা তালাক হবে না। এক্ষণে আপনার স্ত্রীর উপর দুই তালাক পতিত হয়েছে। তৃতীয় তালাক পতিত হয়নি। আয়েশা রাযিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে যে, জাওনের কন্যাকে যখন রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট একটি ঘরে পাঠানো হলো আর তিনি তার নিকটবর্তী হলেন, তখন সে বলল, আমি আপনার থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘তুমি তো এক মহামহিমের কাছে পানাহ চেয়েছ। তুমি তোমার পরিবারের কাছে গিয়ে মিলিত হও’ (ছহীহ বুখারী হা/৫২৫৪; ইবনু মাজাহ, হা/২০৫০)। আল্লাহ তাআলা বলেন, ‘অতঃপর উক্ত স্ত্রীকে যদি সে (তৃতীয়) তালাক দেয়, তবে যে পর্যন্ত না ঐ স্ত্রী অন্য স্বামীকে বিবাহ করবে, তার জন্য সে বৈধ হবে না’ (আল-বাকারা, ২/২৩০)।

প্রশ্নকারী : মো. আব্দুর রাকিব

রাজশাহী।


Magazine