উত্তর : আউয়াল ওয়াক্তে ছালাত আদায়ের ব্যাপারে নির্দেশনা এসেছে। যেমন আল্লাহ তা‘আলা বলেছেন,إِنَّ الصَّلَاةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِينَ كِتَابًا مَوْقُوتًا অর্থাৎ, নিশ্চয়ই ছালাত বিশ্বাসীগণের উপর নির্দিষ্ট সময়ের জন্য নির্ধারিত (সূরা নিসা, ১০৩)। তাছাড়া ওয়াক্ত অনুযায়ী ছালাত আদায় করলে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করানোর অঙ্গীকার করেছেন (আবুদাঊদ, হা/৪৩০, সনদ হাসান; তাহক্বীক্ব মিশকাত, হা/৬৬৫)। তবে বিভাজনের আশঙ্কা না থাকলে আউয়াল ওয়াক্তেই ছালাত আদায় করা উত্তম হবে। আর যদি বিভাজনের আশঙ্কা থাকে তাহলে নির্ধারিত ইমামের সাথে ছালাত আদায় করবে। কেননা ১.১৫ মিনিটও আউয়াল ওয়াক্তের অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ।
প্রশ্নকারী : মুস্তাফিজ, ঢাকা