কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৮) : আমাদের অফিসের মসজিদে যোহরের ছালাত প্রায় শতাধিক মুছল্লীর অংশগ্রহণে একজন যোগ্যতা সম্পন্ন নির্ধারিত ইমামের পিছনে ১:১৫ টায় আদায় করা হয়। কিন্তু বর্তমানে কিছু মুছল্লী কম যোগ্যতা সম্পন্ন একজন অনির্ধারিত ইমামের পিছনে ১২:৩০ টায় একত্রিত হয়ে আউয়াল ওয়াক্তের দোহাই দিয়ে ছালাত আদায় করতে লেগেছেন। এতে করে একটা বিভাজন প্রকট হচ্ছে। প্রশ্ন হলো এ ক্ষেত্রে করণীয় কী? এবং কোন জামা‘আতে ছালাত আদায় করাউত্তম হবে?

উত্তর : আউয়াল ওয়াক্তে ছালাত আদায়ের ব্যাপারে নির্দেশনা এসেছে। যেমন আল্লাহ তা‘আলা বলেছেন,إِنَّ الصَّلَاةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِينَ كِتَابًا مَوْقُوتًا অর্থাৎ, নিশ্চয়ই ছালাত বিশ্বাসীগণের উপর নির্দিষ্ট সময়ের জন্য নির্ধারিত (সূরা নিসা, ১০৩)। তাছাড়া ওয়াক্ত অনুযায়ী ছালাত আদায় করলে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করানোর অঙ্গীকার করেছেন (আবুদাঊদ, হা/৪৩০, সনদ হাসান; তাহক্বীক্ব মিশকাত, হা/৬৬৫)। তবে বিভাজনের আশঙ্কা না থাকলে আউয়াল ওয়াক্তেই ছালাত আদায় করা উত্তম হবে। আর যদি বিভাজনের আশঙ্কা থাকে তাহলে নির্ধারিত ইমামের সাথে ছালাত আদায় করবে। কেননা ১.১৫ মিনিটও আউয়াল ওয়াক্তের অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ।

প্রশ্নকারী : মুস্তাফিজ, ঢাকা



Magazine