কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১২): অমুসাফির বা স্থানীয় ইমামের পিছনে মুসাফির কি পুরো ৪ রাকআত ছালাত পড়বে নাকি শুধু কছর ২ রাকআত পড়ে সালাম ফিরিয়ে নিবে?

উত্তর: মুসাফির অবস্থায় মুক্বীম ইমামের পিছনে ছালাত আদায় করলে ফরয ছালাত পূর্ণই আদায় করবে। ইবনু উমার রাযিয়াল্লাহু আনহুমা বলেন, মুসাফির মুক্বীম ইমামের সাথে দুই রাকআত পেলে তাকে তাদের মতোই পূর্ণাঙ্গ ছালাত আদায় করতে হবে (সুনানে বায়হাক্বী, হা/৫২৯১; ইরওয়াউল গালীল, হা/৫৭১)। মূসা বিন সালামা বলেন, আমরা ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহুমা-এর সাথে মক্কায় ছিলাম। আমি জিজ্ঞাসা করলাম, আমরা যখন তোমাদের সাথে থাকি তখন চার রাকআত ছালাত আদায় করি (মুক্বীম ইমামের পিছনে) আর যখন আমাদের তাবুতে যায় তখন দুই রাকআত আদায় করি (এটার কারণ কী?)। তিনি বললেন, এটাই আবূল কাসেমের সুন্নাত (মুসনাদে আহমাদ, হা/১৮৬২; আল-মু‘জামুল আওসাত্ব, হা/৪২৯৪)। 

প্রশ্নকারী : এনামুল হক

ঢাকা।


Magazine