উত্তর: মহিলাদের জন্য সুন্নাত হলো, ঈদের দিনে পুরুষ ইমামের ইমামতিতে ঈদগাহেই ছালাত আদায় করা। উম্মু আতিয়াহ রযিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমাদেরকে নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, আমরা যেন পরিণত বয়স্কা মেয়েদেরকে ও পর্দানশীন মেয়েদেরকে ঈদের ছালাতে যাওয়ার জন্য বলি এবং তিনি ঋতুবতী নারীদেরকে আদেশ করেছেন তারা যেন মুসলিমদের ছালাতের স্থান থেকে কিছুটা পৃথক থাকে (ছহীহ বুখারী, হা/৩২৪, ছহীহ মুসলিম, হা/৮৯০)। কিন্তু কোন বাড়িতে বা কোন স্থানে শুধু মহিলারা তাদের একজনকে ইমাম বানিয়ে ছালাত আদায় করা শরীয়তসম্মত নয়। আর এই বিষয়ে কোন ছহীহ সুন্নাহ নেই (ফাতওয়া নুরুন আলাদ দারব ইবনু উছাইমীন, ৮/২)।
প্রশ্নকারী : মুছলেহুদ্দীন
রাজশাহী।