কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৩) : পিতা যদি সন্তানদের মাঝে সম্পত্তি বণ্টনে কমবেশি করে তাহলে তার পরিণতি কী হবে?

উত্তর : পিতা যদি সন্তানদের মাঝে বণ্টনে কমবেশি করে তাহলে তা যুলম বলে গণ্য হবে, যার জন্য কিয়ামতের দিনে তিনি দায়ী থাকবেন। আল্লাহ তাআলা বলেন, ‘আর কেউ আল্লাহ ও তাঁর রাসূলের অবাধ্য হলে এবং তার নির্ধারিত সীমা লঙ্ঘন করলে তিনি তাকে আগুনে নিক্ষেপ করবেন; সেখানে সে স্থায়ী হবে এবং তার জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি রয়েছে (আন-নিসা, ৪/১৪)। আবূ বকর ইবনু আবী শায়বাহ রাযিয়াল্লাহু আনহু নু‘মান ইবনু বাশীর রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন, তিনি বলেন, আমাকে আমার পিতা তার সম্পদ থেকে কিছু প্রদান করেন। আমার মা আমরাহ বিনতে রাওয়াহ রাযিয়াল্লাহু আনহা বলেন, আমি সন্তষ্ট হতে পারছি না যতক্ষণ না আপনি রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে সাক্ষী রাখেন। এরপর আমার পিতা আমাকে নিয়ে নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট আসেন, আমার দানের উপর তাকে সাক্ষী রাখার জন্য। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ‘এরূপ কাজ কি তুমি তোমার আর সব পুত্রদের সঙ্গে করেছ? তিনি বললেন, না। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘আল্লাহকে ভয় করো এবং তোমার সন্তানদের মাঝে ন্যায়বিচার করো’। তখন আমার পিতা চলে আসেন এবং সে দান ফিরিয়ে নেন (ছহীহ বুখারী, হা/২৫৮৭, ২৬৫০; ছহীহ মুসলিম, হা/৪০৭৫, ৪০৭০)।

প্রশ্নকারী : ইসাহাক আলী

নাটোর।


Magazine