উত্তর : বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করা বৈধ হবে না। কেননা ট্রেনের নির্ধারিত মূল্য পরিশোধ না করে ট্রেন ভ্রমণ করা স্পষ্ট ফাঁকিবাজি, ধোঁকাবাজি ও আমানতের খিয়ানত, যা স্পষ্ট হারাম। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছেন আমানত তার হক্বদারের নিকট প্রত্যর্পণ করতে। আর তোমরা যখন মানুষের মধ্যে বিচারকার্য করবে, তখন ন্যায়পরায়ণতার সাথে বিচার করবে। আল্লাহ তোমাদের যে উপদেশ দেন তা কতই না উৎকৃষ্ট! আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা’ (আন-নিসা, ৪/৫৮)| আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি আমাদের ধোঁকা দিবে সে আমাদের দলভুক্ত নয় (ছহীহ মুসলিম, হা/১০১; মিশকাত, ৩৫২০)| এমতাবস্থায় সরকারের খাতে জমা হবে এমন নিশ্চয়তা থাকলে ফিরিয়ে দিবে। অন্যথা আল্লাহর ওয়াস্তে মুক্তির আশায় দান করে দিয়ে তওবা করতে হবে।
প্রশ্নকারী : সোহেল রানা
নীলফামারী।