কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৫) : চার রাকআত ছালাতের নিয়তে দাঁড়িয়ে যদি ভুলক্রমে দুই রাকআত শেষে সালাম ফিরানো হয়, তাহলে কি ঐ ছালাত পুনরায় শুরু থেকে পড়তে হবে?

উত্তর : না, ঐ ছালাত পুনরায় শুরু থেকে পড়তে হবে না। বরং যে দুই রাকআত ছুটে গেছে ঐ দুই রাকআত পূর্ণ করবে। অর্থাৎ পরে দুই রাকআত যথাযথ আদায় শেষে সালাম ফিরানোর পূর্বে সাহু সিজদা দিবে। আবদুল্লাহ ইবনু বুহায়না রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, (এক দিন) রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিয়ে দুই রাকআত ছালাত আদায় করলেন। (দ্বিতীয় রাকআতে) তিনি না বসে উঠে দাঁড়ালে লোকজন সবাই তার সাথে সাথে উঠে দাঁড়াল। তিনি ছালাত শেষ করলে অর্থাৎ রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছালাত প্রায় শেষ করলে আমরা তার সালাম ফিরানোর অপেক্ষায় ছিলাম। এ সময় তিনি তাকবীর বললেন এবং সালাম ফিরানোর পূর্বেই বসে দুটি সিজদা করলেন। এরপর তিনি সালাম ফিরালেন (ছহীহ মুসলিম, হা/৫৭০; ছহীহ বুখারী, হা/১২২৪)।

প্রশ্নকারী : আনোয়ার হোসেন

কাশিমপুর, গাজীপুর।


Magazine