উত্তর: যদি এভাবে ভিজিয়ে রাখাতে মাদকতা চলে আসে, তাহলে তা খাওয়া যাবে না। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যা কিছু নেশাগ্রস্ত করে তা-ই মদ আর যা নেশা উদ্রেক করে তা-ই হারাম’ (ছহীহ মুসলিম, হা/২০০৩)। অন্যথায় খাওয়া যাবে। ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহুমাবলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জন্য নাবীয ভিজিয়ে রাখা হতো। তিনি তা সেই দিন, পরদিন ও তৃতীয় দিন খেতেন। এরপর অবিশষ্ট থাকলে তা ফেলে দিতেন বা ফেলে দেওয়ার আদেশ করতেন। অতঃপর তা ফেলে দেওয়া হতো (সুনানে ইবনু মাজাহ, হা/৩৩৯৯)। আবূ সাঈদ খুদরী রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমাদের মধ্যে থেকে যে ব্যক্তি নাবীয পান করতে চায় সে যেন কিশমিশ বা শুকনো খেজুর বা তাজা খেজুর দিয়ে আলাদাভাবে নাবীয বানিয়ে পান করে’ (ছহীহ মুসলিম, হা/১৯৮৭)।
প্রশ্নকারী : তানজিলা