উত্তর: এক্ষেত্রে ঐ ব্যক্তি আগে সাহারী খাবে। সাহারী খাওয়ার পর গোসল করে ছালাত আদায় করবে। কেননা সাহারী খাওয়ার জন্য পবিত্রতা হওয়া শর্ত নয়। আয়েশা ও উম্মু সালামা রযিয়াল্লাহু আনহুমা সূত্রে বর্ণিত, তারা উভয়ে বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রামাযান মাসে অপবিত্র অবস্থায় ভোর করতেন। রামাযানের রাতে স্বপ্নদোষের কারণে নয়, বরং সহবাসজনিত কারণে। তারপর তিনি ছিয়াম পালন করতেন (ছহীহ মুসলিম, হা/১১০৯; আবূ দাঊদ, হা/২৩৮৮)। আরেক বর্ণনায় আছে, নিজ স্ত্রীর সাথে সহবাসজনিত জুনূবী অবস্থায় আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ফজর হয়ে যেত। তখন তিনি গোসল করতেন এবং ছিয়াম পালন করতেন (ছহীহ বুখারী, হা/১৯২৬)।
প্রশ্নকারী : রহমত আলী
আসাম, ভারত।