উত্তর : পবিত্রতা অর্জনের জন্য পানিই যথেষ্ট। তবে পানি না পাওয়া গেলে ঢেলা বা টিস্যু ব্যবহার করতে হবে। সূরা তওবার ১০৮ নং আয়াতে আল্লাহ তা‘আলা কোবাবাসীদের প্রশংসা করেছেন। কেননা তারা শুধু পানি দ্বারা ইস্তেঞ্জা করতেন (ছহীহ আবুদাঊদ, হা/৪৪; বুলূগুল মারাম, হা/১০৫; বিস্তারিত দ্রঃ তাফসীরে ইবনে কাছীর উক্ত আয়াতের ব্যাখ্য)। তবে তারা পানি দ্বারা ইস্তেঞ্জা করার পর ঢেলা ব্যবহার করতেন মর্মে ইবনু আববাস রাযিয়াল্লাহু আনহু থেকে মুসনাদে বায্যারে যে বর্ণনাটি এসেছে তা যঈফ (বুলূগুল মারাম, হা/১০৪)। পানির আগে টিস্যু পেপার বা অন্য কিছু ব্যবহার করা বাড়াবাড়ির পর্যায়ে পড়ে। অতএব কেবল পানিই যথেষ্ট।
প্রশ্নকারী : শু‘আইব
কাতলাসেন, ময়মনসিংহ।
