কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৫) : ইয়াহূদী-খ্রিষ্টান মেয়েদের বিয়ে করা যাবে কি? আর যেসব ইয়াহূদী-খ্রিষ্টান বা আহলে-কিতাবদের কথা কুরআনে বলা হয়েছে তারা কি বর্তমান ইয়াহূদী, খ্রিষ্টানদের মতো?

উত্তরমুসলিম পুরুষের উচিত হলো, দ্বীনদার মুসলিমা নারীকে বিবাহ করা। তবে যদি ইয়াহূদী-খ্রিষ্টানদের মেয়েরা আহলে কিতাবের অন্তর্ভুক্ত হয়, নাস্তিক না হয়, আর যদি সচ্চরিত্রা হয়, তাহলে এমন মেয়েকে বিবাহ করাও জায়েয। আল্লাহ তাআলা বলেন, ‘আর মুমিন সচ্চরিত্রা নারী ও তোমাদের আগে যাদেরকে কিতাব দেয়া হয়েছে তাদের সচ্চরিত্রা নারীদেরকে তোমাদের জন্য বৈধ করা হলো, যদি তোমরা তাদের মোহর প্রদান কর বিয়ের জন্য, প্রকাশ্য ব্যভিচার বা গোপন প্রণয়িনী গ্রহণকারী হিসেবে নয়’ (আল-মায়েদা, ৫/৫)। এই বিধানে সেই যুগের আর বর্তমান যুগের আহলে কিতাবের মেয়েদের মধ্যে কোনো পার্থক্য নেই। তবে শর্ত হলো, সেই মেয়েদেরকে আহলে কিতাবের অন্তর্ভুক্ত হতে হবে এবং সচ্চরিত্রবান হতে হবে (তাফসীরুল মানার, ৬/১৪৯)। উল্লেখ্য আমাদের মনে রাখতে হবে, বর্তমান যুগের বেশিরভাগ ইয়াহূদী খ্রিষ্টান নাস্তিক অথবা মুশরিক। সচ্চরিত্র খুঁজে পাওয়া কঠিন। এছাড়া বেশিরভাগ অমুসলিম দেশে সন্তান-সন্ততির উপর পিতার কোনো হক্ব থাকে না। ফলত, তাদেরকে বিবাহ করা অর্থ হচ্ছে অমুসলিম সন্তান জন্ম দেওয়া। তাই বর্তমান ফিতনার যুগে বেচে থাকাই উত্তম।

প্রশ্নকারী : সোহানুর রহমান

পুঠিয়া, রাজশাহী।


Magazine