উত্তর: পানি পান করার সময় গোঁফ ভিজে গেলে সেই পানি পান করা হারাম একথা দলীল দ্বারা সাব্যস্ত নয়। কেননা, শরীআতের মূলনীতি হলো কোনো কিছু হারাম হওয়ার জন্য দলীল লাগবে। আর গোঁফ ভেজা পানি হারাম হওয়ার ব্যাপারে কোনো দলীল নেই। সুতরাং গোঁফ ভেজা পানি হারাম হবে না। তবে গোঁফ ছেঁটে রাখার ব্যাপারে গুরত্বারোপ করা হয়েছে। আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমরা গোঁফ ছোট করো এবং দাড়ি ছেড়ে দাও’ (মুসনাদে আহামাদ, হা/৭১৩২)।
প্রশ্নকারী : আল আমিন হোসেন
পাবনা।