উত্তর : সহবাসের আগে দুই রাকআত ছালাতের বিষয়ে কিছু আছার বর্ণিত হলেও কোনোটিই নির্ভরযোগ্য নয়। সুতরাং নিয়মিত এমনটি করা যাবে না। বরং সহবাসের দু‘আ পড়ে সহবাস করলেই সন্তান সৎ হবে। ইবনু আব্বাস রযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমাদের কেউ তার স্ত্রীর সাথে মিলনের পূর্বে যদি বলে, আল্লাহর নামে আরম্ভ করছি। হে আল্লাহ! তুমি আমাদেরকে শয়তান থেকে দূরে রাখো এবং যা আমাদেরকে দান করবে তাকেও শয়তান থেকে দূরে রাখো। অতঃপর (এ মিলনের দ্বারা) তাদের ভাগ্যে কোনো সন্তান থাকলে শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না’ (ছহীহ বুখারী, হা/১৪১)।
প্রশ্নকারী : আতাউর রহমান
রাজশাহী।