উত্তর: না, পুনরায় ওযূ করার প্রযোজন নেই। কেননা আল্লাহ উম্মতের ভুল করা ও ভুলে যাওয়াকে মাফ করে দিয়েছেন। আবূ যার আল-গিফারী রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আল্লাহ আমার উম্মতের ভুল, বিস্মৃতি ও বলপূর্বক যা করিয়ে নেওয়া হয় তা ক্ষমা করে দিয়েছেন’ (ইবনু মাজাহ, হা/২০৪৩)। তবে ইচ্ছাকৃতভাবে তিনবারের বেশি করা যাবে না। আব্দুল্লাহ ইবনু আমর ইবনু আছ রাযিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, একজন বেদুইন রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এসে তাঁকে ওযূ সম্বন্ধে জিজ্ঞাসা করল। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওযূর অঙ্গ তিন-তিনবার ধৌত করে দেখালেন। আর বললেন, ‘ওযূ এরূপেই করতে হয়। যে ব্যক্তি এর উপর বাড়াল সে অন্যায় করল, সীমালঙ্ঘন ও যুলম করল’ (নাসাঈ, হা/১৪০)। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন, যদি কোনো ব্যক্তি তিনবারের বেশি করে তবে সে অপছন্দনীয় কাজ করল। কিন্তু এর দ্বারা তার ওযূ বাতিল হবে না (আল-মাজমূ শারহুল মুহাযযাব, ১/৪৪০)।
প্রশ্নকারী : মুমেনুজ্জামান শুভ
জামালপুর।