কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৪) : ছেলের রোগমুক্তির জন্য যদি কেউ ফকীর-মিসকীনকে একটি ছাগলের গোশত দিতে চায়, তাহলে কি সেই ছাগলের গোশত থেকে কিছু তারা নিজেরাও খেতে পারবে?

উত্তর : না, সেই ব্যক্তি ও তার পরিবার খেতে পারবে না। কেননা এটি ছাদাকা। ছাদাকা ফকীর-মিসকীন, দরিদ্র ও বঞ্চিতদের হক্ব। আব্দুল্লাহ ইবনু আমর রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘ধনী এবং সুস্থ-সবল ব্যক্তির জন্য ছাদাকা হালাল নয়’ (আবূ দাঊদ, হা/১৬৩৪)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ‘ছাদাকা হলো মানুষের (সম্পদের) ময়লা’ (ছহীহ মুসলিম, হা/১০৭২)।

প্রশ্নকারী : মুরাদ হাসান

রংপুর।


Magazine