উত্তর : পৃথকভাবে মহিলারা ঈদের জামাআত করতে পারবে না। বরং নারী-পুরুষ সকলেই ঈদগাহে ঈদের জামাআতে শরীক হবে। কেবল ঋতুবতী মহিলাগণ খুৎবা ও দু‘আয় শরীক হবে, ছালাত আদায় করবে না (ছহীহ বুখারী, হা/৩৫১)। তবে ঈদগাহে জায়গা না থাকলে মহিলারা পর্দার সাথে পৃথক ঈদের জামাআত করতে পারবে। তখন একজন পুরুষ ব্যক্তি তাদের ছালাত পড়িয়ে দিবে (ছহীহ বুখারী, হা/৯৮৭-এর অনুচ্ছেদ-২৫ দ্র.)।
প্রশ্নকারী : হাসিবুর রহমান
বাগমারা, রাজশাহী।