কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৩) : কোনো মুসলিম মহিলা হিন্দু বা কোনো বিধর্মীকে বিবাহ করতে পারে কি?

উত্তর : কোনো মুসলিম মহিলা হিন্দু কিংবা কোনো বিধর্মীকে বিবাহ করতে পারে না। তার জন্য বিয়ে করা হারাম। আল্লাহ তাআলা বলেন, ‘ব্যভিচারী, ব্যভিচারিণী অথবা মুশরিকা নারীকে ব্যতীত বিয়ে করে না এবং ব্যভিচারিণীকে ব্যভিচারী অথবা মুশরিক পুরুষ ব্যতীত কেউ বিয়ে করে না, মুমিনদের জন্য এটা হারাম করা হয়েছে’ (আন-নূর, ২৪/৩)। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ‘মুহাজির মহিলাদের সম্পর্কে যাচাই পরীক্ষার পর তোমরা যদি জানতে পার যে, তারা মুমিন তবে তাদেরকে কাফিরদের নিকট ফেরত পাঠিও না। মুমিন নারীগণ কাফেরদের জন্য বৈধ নয় এবং কাফিরগণ মুমিন নারীদের জন্য বৈধ নয়’ (আল-মুমতাহিনা, ৬০/১০)। তিনি আরো বলেন, ‘ঈমান না আনা পর্যন্ত মুশরিক পুরুষের সাথে তোমরা বিবাহ দিও না। মুশরিক পুরুষ তোমাদেরকে মুগ্ধ করলেও মুমিন ক্রীতদাস তার চেয়ে উত্তম। তারা জাহান্নামের দিকে আহ্বান করে এবং আল্লাহ তোমাদেরকে নিজ অনুগ্রহে জান্নাত ও ক্ষমার দিকে আহ্বান করেন’ (আল-বাক্বারা, ২/২২১)।

প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক

ঢাকা।


Magazine