কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২) : হাদীছে আছে, এই উম্মতের সত্তর হাজার মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে। তাদের মধ্যে এক শ্রেণি হলো, যারা ঝাড়ফুঁক এর আশ্রয় গ্রহণ করে না। কিন্তু আমরা জানি, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ঝাড়ফুঁক করেছেন। তাহলে এই হাদীছের ব্যাখ্যা কী?

উত্তর : ছহীহ মুসলিমের ২২০ নম্বর হাদীছে বর্ণিত হয়েছে যে, এই উম্মতের সত্তর হাজার লোক বিনা হিসাবে জান্নাতে যাবে। তার এক শ্রেণী হলো, الَّذِينَ ‌لَا ‌يَرْقُونَ ‌وَلَا ‌يَسْتَرْقُونَ অর্থাৎ যারা ঝাড়ফুঁক করে না ও অন্যের কাছে ঝাড়ফুঁক চায় না। এই হাদীছটি ছহীহ মুসলিমে বর্ণিত হলেও, আসলে প্রথম অংশটি শায, যা কোনো রাবীর ভ্রম হওয়ার কারণে এমনটি হয়েছে (সিলসিলা ছহীহা, ১/৪৯০, ১/৮৪৪, ৮/১৬৯; মাজমূঊ ফাতাওয়া ইবনু তায়মিয়্যাহ, ১/১৮২)। আসলে সঠিক বর্ণনা হলো যা অন্য এক বর্ণনাতে এসেছে, সেটি হলো, وَلَا يَسْتَرْقُونَ، ‌وَلَا ‌يَكْتَوُونَ ‘তারা অন্যের কাছে ঝাড়ফুঁক চায় না, আগুনের সেক দেয় না’ (ছহীহ বুখারী, হা/৫৭৫২; ছহীহ মুসলিম, হা/২১৮)। সুতরাং যারা বিনা হিসাবে জান্নাতে যাবে তারা অন্যের কাছে ঝাড়ফুঁক চায় না। কেননা তার পরিপূর্ণভাবে আল্লাহর ওপর ভরসা করে। সুতরাং এই বর্ণনার সাথে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ঝাড়ফুঁক করেছেন সেই বর্ণনার কোনো বিরোধ নেই।

প্রশ্নকারী : মুরাদ হোসেন

সাভার, ঢাকা।


Magazine