উত্তর : এক্ষেত্রে মেয়েরা মৃতের সম্পত্তির দুই-তৃতীয়াংশ পাবে। আল্লাহ তাআলা বলেন, ‘শুধু কন্যা দুইয়ের বেশি থাকলে তাদের জন্য পরিত্যক্ত সম্পত্তির তিন ভাগের দুইভাগ, আর মাত্র এক কন্যা থাকলে তার জন্য অর্ধেক (আন-নিসা, ৪/১১)। আর যেহেতু মৃতের সন্তান রয়েছে, তাই স্ত্রী পাবে পরিত্যক্ত সম্পত্তির এক-অষ্টমাংশ। আল্লাহ বলেন, ‘আর তোমাদের সন্তান থাকলে তাদের (স্ত্রীদের) জন্য তোমাদের পরিত্যক্ত সম্পত্তির আট ভাগের এক ভাগ’ (সূরা আন-নিসা, ৪/১২)। আর বাকী সম্পদ মৃতের ভাই-বোনেরা আছাবা হিসেবে পাবে। তাদের মাঝে পুরুষের জন্য মেয়ের দ্বিগুণ এভাবে ভাগ করতে হবে।
প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক
নারায়ণগঞ্জ।