কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৬) : পরিবারের সকল মহিলার স্বর্ণ একত্র করলে যাকাত পরিমাণ হয়। এখন করনীয় কি? যাকাত দিতে হবে কি?

উত্তর : পরিবাবের সকল মহিলার অভিভাবক যদি একজন হন এবং সেই স্বর্ণ উক্ত অভিভাবকের সম্পদ হিসেবে বিবেচিত হয় তাহলে একত্রে যাকাত আদায় করতে হবে। আর যদি মালিকানা ভিন্ন ভিন্ন হয় তাহলে স্বর্ণ একত্রিত করে যাকাত আদায় করার প্রয়োজন নেই। তবে এককভাবে কারো যদি স্বর্ণ যাকাতের নেসাব পরিমান হয়ে থাকে তাহলে তাতে অবশ্যই যাকাত আদায় করতে হবে। এ মমে নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমার কাছে দুইশত দিরহাম থাকবে এবং তার উপর পূর্ণ এক বছর অতিবাহিত হবে এমন অবস্থায় তুমি তাতে পাচঁ দিরহাম যাকাত আদায় করবে। আর যদি তোমার কাছে বিশ দিনার থাকে এবং তার উপর পূর্ণ এক বছর অতিবাহিত হয় তাহলে তাতে অর্ধ দিনার যাকাত আদায় করবে (আবূ দাউদ, হা/১৫৭৩)।

প্রশ্নকারী : জাহিদুল ইসলাম

ঢাকা।


Magazine